২৩ নভেম্বর, ২০১৯
দৈনিক ‘বাংলাদেশের খবর’র’ ফেনী প্রতিনিধি ও সাপ্তাহিক ‘ফেনীর তালাশ’ এর নির্বাহী সম্পাদক সৌরভ পাটোয়ারীর বাবা আফজলুর রহমান (১০০) শুক্রবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ৬ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একই দিন দুপুরে উত্তর কাশিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে মরহুমের মরদেহ ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
 
সাংবাদিক সৌরভ পাটোয়ারীর বাবার মৃত্যুতে ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম ফেনী জেলা সভাপতি শাহজালাল ভূঞা, সাধারণ সম্পাদক মো. মুহিববুল্লাহ ফরহাদ, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল-মামুন গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যগনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
 
সংবাদ বিজ্ঞপ্তি