ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) মহাসড়কের ফাজিলপুর ও লেমুয়া এ দুর্ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন মনোয়ার উদ্দিন রনি (৩৪), মামুন (৩২) ও জুয়েল সরকার (৩২)।
নিহত রনির চাচা জসিম উদ্দিন জানান, আজ দুপুরে একটি পিকআপ গাড়ি করে মালামাল আনতে ফেনী রওনা হন। পথিমধ্যে ফাজিলপুর এলে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পিআপটি ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই রনি ও পিকআপ চালক মামুন মারা যান।
নিহত রনি মিরসরাই পৌর বাজারের মুনতাহা টাইলস এর স্বত্তাধিকারী। তার এক ছেলে ও মেয়ে রয়েছে।
মিরসরাই পৌরসভার কাউন্সিলর নুরুন নবী জানান, হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে নিহতের মৃতদেহ বাড়িতে আনা হয়েছে। আজ বাদ এশা জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এ ঘটনায় পুরো এলাকা ও ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।
অন্যদিকে, মহাসড়কের লেমুয়া অংশে একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে জুয়েল সরকার (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাকে উদ্ধার ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয় আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফাজিলপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল মালেক দুটি সড়ক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।