ফেনী শহরের পলিটেকনিক্যাল এলাকায় একটি পাগলা কুকুরের কামড়ে তিন শিশু আহত হয়েছে। আজ মঙ্গলবার (১৬ জুন) বিকালে পলিটেকনিক্যাল কলেজের পাশে এ ঘটনা ঘটে। আহতরা হল মোঃ সুমনের ছেলে সাহেদুল ইসলাম রনি (৫), মোঃ আজাদের ছেলে মোঃ রিপন(০৬) ও মনির হোসেনের ছেলে এমরান হোসেন (৫)। তারা ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


তাদের অভিভাবকরা জানান, বিকালে বাড়ির পাশে তারা দলবেঁধে খেলা করছিল। এমন সময় একটি পাগলা কুকুর এসে তাদের পালাক্রমে কামড়াতে শুরু করে। শিশুদের চিৎকার শুনে আমরা এগিয়ে এলে কুকুরটি পালিয়ে যায়। কিন্তু এরমধ্যে কুকুরটি তাদের কামড়িয়ে রক্তাক্ত করে ফেলে। দ্রুত তাদের উদ্ধার করে হাসাপাতালে আনা হয়।


হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডাঃ ইকবাল হোসেন ভূঁইয়া জানান, কুকুরের কামড়ে আহতদের ভ্যাকসিনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে।


এ ব্যাপারে ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন জানান, পাগলা কুকুর দমনে পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শহরবাসীকে সতর্কতার সাথে চলাচলের অনুরোধ করেন তিনি।