ফেনী পৌরসভার ৭নং ওয়ার্ডে সৈয়দনগর এলাকা। মূলত নিম্ন আয়ের ২ হাজার শ্রমজীবী মানুষের বসবাস সেখানে। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এলাকাটি পরিচ্ছন্ন ও জীবাণুনাশক ছিটিয়েছে ফেনী পৌরসভা কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বাহার উদ্দিন বাহারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
কার্যক্রম সম্পর্কে কাউন্সিলর বলেন, সৈয়দনগরে মূলত মুচি, কামার, হকার, ফেরিওয়ালা, বিভিন্ন বাসা বাড়িতে কাজ করে এমন নারী, হোটেল বয়, ডেকোরেটর বয়সহ নানাধরনের নিম্ন আয়ের শ্রমজীবীর সংখ্যা বেশী। তাই করোনাভাইরাস সংক্রমণ রোধে ও তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে এ কার্যক্রম পরিচালনা করেছি।
তিনি বলেন, তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য ফেনী ২ আসনের মাননীয় সাংসদ মানবিক নেতা নিজাম উদ্দিন হাজারী মহোদয়ের নির্দেশ দেন। ফেনী পৌরসভার সুযোগ্য মেয়র হাজী আলাউদ্দিনের পরার্মশ মোতাবেক এ অভিযান পরিচালনা করি।
এসময় ওই এলাকার মানুষদের সচেতনা বৃদ্ধিতে ও করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের বিভিন্ন দিক সম্পর্কে তাদের অবহিত করা হয়।