করোনাভাইরাস সংক্রমণরোধে ফেনী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডে দ্বিতীয় দিনের মত চলছে পরিচ্ছন্নতা অভিযান। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল হতে পৌর কর্তৃপক্ষের এ অভিযান চলছে।


ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাহার উদ্দিন জানান, ওয়ার্ডস্থ হাসমত আলী সড়ক ও সংলগ্ন ড্রেন পরিস্কার ও জীবাণুমুক্তের কাজ সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, গতকাল সকাল হতে ওয়ার্ডের বিভিন্ন রাস্তা ও ড্রেনে জীবাণুনাশক তরল ও ব্লিচিং পাউডার ছিটানোর কাজ শুরু হয়েছে। এ কাজ নিয়মিত চলবে।


এর আগে গতকাল পরিচ্ছন্ন অভিযান চলাকালে কাউন্সিলর বাহার বলেন, মাননীয় সাংসদ নিজাম হাজারীর নির্দেশনায়, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিনের তত্ত্বাবধানে এবং আমার সার্বিক সহযোগিতায় ৭ নম্বর ওয়ার্ডের জনগণকে করোনাভাইরাসের সংক্রমণ হতে রক্ষার জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


স্থানীয় জনগণের প্রতি আহবান জানিয়ে কাউন্সিলর বলেন, ওয়ার্ডবাসীর যেকোনো প্রয়োজনে আমাকে জানান, আমি সহযোগিতা দিতে প্রস্তুত আাছি।


তিনি বলেন, করোনাভাইরাসের প্রভাব যেন দীর্ঘমেয়াদি না হয় এজন্য পরিস্কার পরিচ্ছন্ন ওয়ার্ড ধরে রাখতে ওয়ার্ডের সকল মানুষ প্রত্যক্ষভাবে আমাকে সহযোগিতা করতে হবে।