করোনাভাইরাস সংক্রমণরোধে ফেনী পৌরসভা ৭নম্বর ওয়ার্ডে চলছে দিনব্যাপি পরিচ্ছন্নতা অভিযান। আজ সোমবার (৩০ মার্চ) সকাল হতে পৌর কর্তৃপক্ষ এ অভিযান পরিচালনা করছে।
ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাহার উদ্দিন জানান, সকাল হতে ওয়ার্ডের বিভিন্ন রাস্তা ও ড্রেনে জীবাণুনাশক তরল ও ব্লিচিং পাউডার ছিটানো হচ্ছে।
তিনি বলেন, ফজলে মহি সড়কে পরিচ্ছন্নতা ও জীবাণুনাশক ছিটানোর মধ্য দিয়ে সকালে কাজ শুরু করেছি। আজ সারাদিনে হাসমত আলি সড়ক, গাজী ক্রস রোড, বিমানবন্দর সড়ক, শহীদ ওবায়দুল হক সড়ক, বিরাজ মজুমদার সড়ক, বনানী পাড়াসহ সকল স্থানে সড়ক ও ড্রেন পরিস্কার ও জীবাণুমুক্তের কাজ চলবে।
কাউন্সিলর বাহার বলেন, মাননীয় সাংসদ নিজাম হাজারীর নির্দেশনায়, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিনের তত্ত্বাবধানে এবং আামার সার্বক সহযোগিতায় ৭ নম্বর ওয়ার্ডের জনগণকে করোনাভাইরাসের সংক্রণ হতে রক্ষার জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
স্থানীয় জনগণের প্রতি অনুরোধ জানিয়ে কাউন্সিলর বলেন, করোনাভাইরাসের প্রভাব যেন দীর্ঘমেয়াদি না হয় এজন্য পরিস্কার পরিচ্ছন্ন ওয়ার্ড ধরে রাখতে সবাইকে প্রত্যক্ষভাবে আমাকে সহযোগিতা করতে হবে।