পদ পরিবর্তন ও বেতন স্কেল বৃদ্ধির দাবিতে তিনদিন কর্মবিরতি পালন করেছে স্থানীয় প্রশাসনিক কার্যালয়ে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীরা। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস), ফেনী শাখার ব্যানারে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) হতে আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পর্যন্ত তিনদিন পূর্ণ কর্মবিরতি পালন করে তারা।


এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা পদ ও বেতন বৈষম্যের শিকার হয়ে আসছেন। ভূমি অফিসের তহশিলদারদের পদ-পদবি ও বেতন স্কেল পাঁচ ধাপ বাড়ানো হলেও তাদের পদ ও বেতন স্কেলের কোনো পরিবর্তন হচ্ছে না। সব বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, ইউএনও’র কার্যালয় ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে কর্মরত ১৩তম গ্রেডের অফিস সুপার, সিএ কাম ইউডিএ, প্রধান সহকারী, ট্রেজারি হিসাবরক্ষক ও উচ্চমান সহকারীদের দশম গ্রেডের প্রশাসনিক কর্মকর্তা পদে এবং ১৬তম গ্রেডের অফিস সহকারী ও সমপদধারীদের ১১তম গ্রেডের সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদে উন্নীত করতে হবে।


৩দিনের কর্মবিরতি কর্মসূচির মাধ্যমে দাবি আদায় না হলে ২৮ মার্চ জাতীয় প্রেসক্লাবে মহাসমাবেশ করে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন সংগঠনটির সদস্যরা।