ফেনীতে ৩ মাদকসেবীর কারাদন্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে শহরের কলেজ রোডস্থ ফেনী গার্ডেন সিটির সামনে থেকে তাদের আটক করে কারাদন্ড প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মনিরুজ্জামান।
তিনি জানান, অভিযানে মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে বাগেরহাটের হাসান হাওলাদার, সদরের ধর্মপুরের আবুল কাশেম ও ফুলগাজীর বন্দুয়ার মোঃ জামালকে ২১ দিনের কারাদন্ড ও প্রত্যেককে ১শ টাকা জরিমানা করা হয়।
এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর পরিদর্শক অমর কুমার সেনসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।