বিভিন্ন অনিয়মের অপরাধে ফেনী সদর হাসপাতাল মোড়ে অবস্থিত সোনালী ডায়াগনষ্টিক সেন্টার সীলগালা করেছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারি) বিকালে ভ্রাম্যমান আদালতের অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান সেন্টারটি সীলগালা করেন। একই সাথে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক জাফর আহমেদকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোঃ মরিুজ্জামান জানান, জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামানের নির্দেশে পরিচালিত অভিযানে ডায়াগনষ্টিক সেন্টারটিতে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়। সেন্টারটির পরিচালনার জন্য ট্রেড লাইসেন্স এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দেখাতে পারেনি মালিকপক্ষ। ছিলনা এক্সরে মেশিনে রেডিয়েশন মাপার যন্ত্র। এখানে টেকনোলজিস্ট না হয়ে এক্সরে মেশিনের দায়িত্ব পালন করছে জাকির হোসেন নামে এক অদক্ষ ব্যক্তি। এছাড়াও বর্জ্য অব্যবস্থাপনা এবং কালেকশন রুমের পাশে নোংরা স্টোর রুম করে রেখেছে তারা।
তিনি জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় এটি সীলগালা করে দেয়া হয়। একই সাথে প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য কর্মকর্তা মো: শরফুদ্দিন মাহমুদসহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।