জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামানের আমন্ত্রণে ফেনী ঘুরে গেলেন সাবেক জেলা প্রশাসক মনোজ কুমার রায়। মঙ্গলবার রাতে (১১ ফেব্রুয়ারি) ফেনীতে এসে সার্কিট হাউজে অবস্থান করেন তিনি।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) দাপ্তরিক কাজে তিনি নোয়খালীতে একটি প্রকল্প পরিদর্শন করতে যান। সেখান থেকে ফিরে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে সুধীজনের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যুগ্ম সচিব ও চট্টগ্রাম বিভাগের পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে কর্মরত মনোজ কুমার রায় ফেনীর উন্নয়ন প্রসঙ্গে বলেন, আমার কর্মপরিধির মধ্যে ফেনীর উন্নয়ন সবসময় থাকবে। তিনি ফেনী থাকাকালীন স্মৃতি রোমন্থন করেন। আলাপকালে তিনি বলেন, ফেনীকে এখনো মিস করি।
বিসিএস ১৫ ব্যাচের এ কর্মকর্তা ২০১৭ সালের ৩ মে ফেনীর জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন । গত ২০১৮ সালের আগষ্টে তিনি স্বাস্থ্য শিক্ষা ও পরিকল্পনা বিভাগের উপ সচিব হিসেবে ঢাকায় বদলি হন।
ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক পিকেএম এনামুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ সুমনী আক্তার, ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, দৈনিক প্রথম আলো নিজস্ব প্রতিবেদক আবু তাহের, ডিবিসি টেলিভিশনের ফেনী প্রতিনিধি মোঃ আবু তাহের ভ‚ঞা, একাত্তর টেলিভিশনের ফেনী প্রতিনিধি জহিরুল হক মিলু, দৈনিক আলোকিত বাংলাদেশ ফেনী প্রতিনিধি জহিরুল হক মিলন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের ফেনী প্রতিনিধি সমীর ভ‚ঞা, দৈনিক সংবাদ ফেনী প্রতিনিধি শাবিহ মাহমুদ, স্থানীয় পত্রিকা দৈনিক ফেনীর সময় সাংবাদিক রাসেল চৌধুরী প্রমুখ সৌজন্য আলাপে উপস্থিত ছিলেন।
এসময় সাংবাদিক জহিরুল হক মিলু ও জহিরুল হক মিলন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।