ফেনীতে অনুমোদনহীনভাবে ক্যাবল ব্যবসা পরিচালনা করার দায়ে এসবি ক্যাবল নেটওয়ার্ক নামে একটি প্রতিষ্ঠানের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৬ মার্চ) দুপুরের দিকে ফেনী শহরের মাষ্টার পাড়ায় মুন্সি বাড়ি সড়কে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম। এসময় আদালতের প্রসিকিউটর হিসেবে বাংলাদেশ টেলিভিশন নোয়াখালী উপকেন্দ্রের লাইসেন্স পরিদর্শক আকরাম-উল-ইসলাম উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, প্রতিষ্ঠানটি অনুমোদন ছাড়াই ব্যবসা পরিচালনা করছিল। তাই সংশ্লিষ্ট আইনানুসারে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।