করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার রোধে সরকারের নির্দেশনা অমান্য করায় ফেনীতে ৬ ব্যবসায়ীর ৪৪ হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (৫ এপ্রিল) জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস এ জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, স্বাস্থ্যবিধি বাস্তবায়নে ফেনী শহরতলীর লালপোল ও শহরের ট্রাংক রোড এবং মহিপাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্দেশনা অমান্য করে হোটেল রেস্তোরাঁয় ক্রেতাদেরকে বসিয়ে খাবার পরিবেশন করায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ব্যতীত অন্য দোকান খোলা রাখায় ৬ ব্যবসায়ীর ৪৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
করোনা মোকাবিলায় সরকার ঘোষিত লকডাউন নিশ্চিতকল্পে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সজল কুমার দাস।
অভিযানে আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন।