করোনাভাইরাসের সঙ্গে লড়ে সম্পূর্ণ সুস্থ হয়ে কাজে ফিরলেন ফেনীর জেলা প্রশাসক (ডিসি) মো. ওয়াহিদুজজামান। আজ রবিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় তিনি অফিসে আসেন। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম জাকারিয়া, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: এসএসআর মাসুদ রানা, ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আবুল খায়ের মিয়াজীসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
এর আগে গত ২৩ মার্চ জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান হঠাৎ অসুস্থ বোধ করায় তার করোনা নমুনা পরীক্ষা করা হয়। এতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর থেকে শুরু হয় করোনার সঙ্গে যুদ্ধ। তখন থেকেই তিনি নিজ সরকারি বাংলোতে আইসোলেশনে থেকে চিকিৎসা নেন। পরে গত বৃহস্পতিবার (১ এপ্রিল) তার দ্বিতীয় নমুনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল আসে। ফলে চিকিৎসকরা তাকে করোনামুক্ত ঘোষণা করেন।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার স্বাস্থ্যবিধি ও ১৮ দফা নির্দেশনা মেনে চলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক। মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে বলেছেন তিনি।