বিভিন্ন প্রকল্পে ভূমি অধিগ্রহণের কর্তিত উৎস কর ২ কোটি ৭৬ লাখ ৬০ হাজার ৩৬২ টাকা জমা করেছে ফেনী জেলা প্রশাসন।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে ফেনী আয়কর সার্কেল ৭ এর পরিদর্শক কাজী নুরুল হাসান মুকুলের হাতে অর্থ জমা নিশ্চিতকরণ পত্র তুলে দেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।
জেলা প্রশাসক জানান, ভূমি অধিগ্রহণের নিষ্পত্তিকৃত পনের মামলার উৎস করের টাকা হিসেবে উক্ত টাকা সরকারের রাজস্ব বিভাগে জমা করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী জানান, ভূমি অধিগ্রহনের নিষ্পত্তিকৃত মামলায় পৌর এলাকায় ২ শতাংশ এবং পৌরসভার বাইরে ১ শতাংশ হারে উৎস কর কর্তন করা হয়। এ টাকা ইতোমধ্যে আয়কর বিভাগে জমা করা হয়েছে।