ফেনীতে ইসলামিক ফাউণ্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের বন্ধ হয়ে যাওয়া দারুল আরক্বাম ইবতেদায়ী মাদ্রাসা প্রকল্পের ১২ শিক্ষককে ৩ হাজার টাকা করে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) দুপুরে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত শিক্ষকদের হাতে নগদ সহায়তা তুলে দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, চলমান করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী সব মানুষের খেয়াল রেখেছেন। শিক্ষকদের সহায়তার এ উদ্যোগটি পূর্বের কাজগুলোর ধারাবাহিকতা। তিনি বলেন, এ উদ্যোগটি জেলা প্রশাসকের সঠিক বিবেচনা।
জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান জানান, আজকের ১২জন ছাড়াও ইতোমধ্য আরও ১১জন শিক্ষককে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ সরকারি সহায়তা নিশ্চিত করেছেন। সকল উপকারভোগী প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। এর আগে অন্যকেউ এত বড় পরিসরে মাদ্রাসা শিক্ষকদের পাশে দাঁড়ান নি।
ইফা ফেনীর উপ-পরিচালক জানান, চলতি বছরের জানুয়ারি মাস হতে প্রকল্পটি বন্ধ রয়েছে। ফলে জেলার ১২টি মাদ্রাসায় কর্মরত ২৩জন শিক্ষকের বেতন পাওয়ার সুযোগ নেই। তাই সরকারের পক্ষে জেলা প্রশাসক সমাজসেবার মাধ্যমে মানবিক সহায়তা নিশ্চিত করেছেন।
সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জানান, জেলা সমাজ কল্যাণ পরিষদের তহবিল হতে শিক্ষকদের এ সহায়তা প্রদান করা হয়েছে।
উপকারভোগী পূর্ব কাজিরবাগ দারুল আরক্বাম ইবতেদায়ী মাদ্রাসার সহকারি শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম মল্লিক বলেন, ১১ হাজার ৮শ টাকা বেতন পেতাম। এখন বেতন নেই তাই ঋণগ্রস্ত হয়ে পড়েছি। এ সহায়তা ঈদের পূর্বে ঈদ আনন্দ বাড়িয়েছে।
জেলা প্রশাসন, সমাজ সেবা কার্যালয় ও ইসলামিক ফাউণ্ডেশন আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ সুমনী আক্তার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম, ইসলামিক ফাউণ্ডেশন ফেনীর উপ-পরিচালক মঞ্জুরুল আলম এবং মাদ্রাসা শিক্ষকবৃন্দ।