করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করায় ১৪ ব্যবসায়ীর জরিমানা করেছে প্রশাসন। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) ফেনী শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ এসব জরিমানা করেন।


তিনি জানান, সামাজিক দূরত্ব বজায় রাখা ও বাজার তদারকি করতে অভিযানে বের হয় ভ্রাম্যমান আদালত। এসময় শান্তিধারা রোড, ট্রাংক রোড এবং বড় বাজারে জারীকৃত নির্দেশনা অমান্য করে বিভিন্ন দোকান খোলা রাখা এবং দোকানের সামনে গণজমায়েত সৃষ্টি করায় ১৪জন ব্যবসায়ীর ৬ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।


এসময় রাস্তার পাশে কিংবা বাজারে গণজমায়েত করে আড্ডা না দেয়া জন্য জনসাধারণকে সতর্ক করেন রাজী দাশ পুরকায়স্থ। একই সাথে সামাজিক দূরত্ব বজায় রাখতে জনসাধারণকে সচেতন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।


অভিযানে জেলা পুলিশ বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।