ফেনীতে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ৩টায় জেলা ম্যাজিস্ট্রেটের সম্মেলন কক্ষে এ সভা শুরু হয়। এতে জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ওয়াহিদুজজামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুমিল্লা সেনানিবাস ২৮ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি অধিনায়ক লে. কর্ণেল আসিফ আজমিন, জেলা পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী, জেলা সিভিল সার্জন মোঃ সাজ্জাদুল ইসলাম, পৌর মেয়র হাজি আলাউদ্দিনসহ জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান প্রধান।
সভায় জেলা ম্যাজিস্ট্রেট করোনাভাইরাস সম্পর্কিত প্রস্তুতি ও কর্মকান্ড বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। এসময় তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমনে আমরা স্টেজ-২ তে আছি। আমরা যদি সামাজিক দুরত্ব বজায় না রাখি তবে আমাদের জনসংখ্যার ঘনত্বের ফলে খারাপ সংবাদ বয়ে আনবে।
তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ স্ব স্ব উপজেলায় জনসমাগরোধে কাজ করবে। চায়ের দোকানে কিংবা কোথাও কোনো আড্ডা চলবে না।
বক্তব্যে লে. কর্ণেল আসিফ আজমিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২৬মার্চ হতে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছেন যাতে সবাই বাসায় থেকে সংক্রমণ রোধ করতে পারি। সুতরাং এটি মেনে চলতেই হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা সেনানিবাস ২৮ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি উপ-অধিনায়ক মেজর জামান, কুমিল্লা সেনানিবাস ৩১ ফিল্ড এ্যাম্বুলেন্স অধিনায়ক মেজর ইশতিয়াক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ মন্জুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), ফেনী জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক ডাঃ আবুল খায়ের মিয়াজী, আক্তার, সমাজসেবা কার্যালয় উপ-পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম, জেলা তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ আমিনুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ উদ্দিন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার উপ-পরিচালক মতিউল ইসলাম চৌধুরী, ফেনীর ছয় উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ প্রমূখ।