ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের বগইড়ে দুই মাদকসেবীকে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২ নভেম্বর) সকালে ভ্রাম্যমান আদালতের মাদক বিরোধী অভিযানে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা দাশ কারাদন্ড প্রদান করেন।
শনিবার (২ নভেম্বর) সকালে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মৌমিতা দাশ মাদক বিরোধী অভিযানে বের হয়। এসময় পাঁচগাছিয়া ইউনিয়নের বগইড়ে শাহ আলম ও নিজাম উদ্দিন সেলিম নামের দুই ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে "মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন - ২০১৮" অনুসারে শাহ আলমকে ০১ বছর ও সেলিমকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক মৌমিতা দাশ।