ফেনীতে পৃথক অভিযানে ৫ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে শহরের শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে কারাদন্ড প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক মনিরুজ্জামান।


তিনি জানান, শহরে মাদকের ব্যবহার রোধে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শহীদ মিনার এলাকা হতে গাঁজা সেবন করে জনাসাধারণের শান্তি নষ্ট করার অপরাধে মাছুম হাওলাদার, আবু ইউসুফ, সজীব হোসেন, এমরান ও শাকিলকে আটক করা হয়। পরে তাদের মধ্যে মাছুম হাওলাদারকে ৩ মাসের কারাদন্ড ও বাকীদের ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া প্রত্যেককে ১শ টাকা জরিমানা করা হয়।


অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর পরিদর্শক অমর কুমার সেন ও উপ পরিদর্শক শাহীন শওকতসহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।