১৩ জানুয়ারি ২০২০ ।। সদর প্রতিনিধি।।
অনুমোদন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় সোহান এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার (১৩ জানুয়ারি) ফেনী সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মৌমিতা দাশ এ জরিমানা করেন।
তিনি জানান, আজ ফেনী সদরের রতনপুরের তালতলায় সোহান এন্টারপ্রাইজে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে কোন প্রকার অনুমোদন এবং পরিবেশ অধিপ্তরের ছাড়পত্র ছাড়াই পরিত্যক্ত গাড়ির টায়ার পুড়িয়ে তেল উৎপাদন করা হচ্ছিল। এতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে লাকড়ি। এর ফলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ।
তাই পরিবেশের ক্ষতি করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ অনুসারে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। মৌমিতা দাশ আরও জানান, এতে ৮ থেকে ১০ টন গাড়ির টায়ার পুড়িয়ে তৈরি করা হয় ২ হাজার থেকে ২৫শ লিটার তেল, যা ব্যবহার করা হচ্ছে রাস্তা তৈরিতে।
এসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।