৫ জানুয়ারী ২০২০ ।। নিজস্ব প্রতিবেদক।।


ফুলগাজীতে আবু বক্কর সিদ্দিক ওরফে সোহাগ নামের ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তার করেছে ফুলগাজী থানার পুলিশ। রবিবার (৫ জানুয়ারী) ভোরে উপজেলার ছাগলনাইয়া উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার আনন্দ পুর ইউনিয়নের খিলপাড়া গ্রামের মৃত মনির আহম্মদ ভুঞার ছেলে।


অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ আতোয়ার রহমান জানান, অভিযুক্ত আবু বক্কর সিদ্দিককে ছাগলনাইয়া ভারতীয় সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় পর থেকে সে ভারত পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলো। প্রাথমিকভাবে সে পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।


দুপুর ২টার দিকে তাকে আদালতে আনা হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ধ্রুব জোতি পালের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী গ্রহণের কথা রয়েছে।


উল্লেখ্য, গত শনিবার সকালে বাড়ি থেকে কোচিং পড়তে বিদ্যালয় যাওয়ার পথে গলায় ছুরি ঠেকিয়ে এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ছাত্রীর ভাই বাদী হয়ে ফুলগাজী থানায় মামলা দায়ের করেছেন।