৪ জানুয়ারী ২০২০ ।। নিজস্ব প্রতিবেদক।।
ফেনীতে মাদক সেবনের দায়ে তিনজনকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ শনিবার (৪ জানুয়ারী) সন্ধ্যায় সাড়ে ৫টায় শহরের জেল রোডে পিটিআই গেট সংলগ্ন স্থান হতে তাদের আটক করে ভ্রাম্যমান আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান কারাদন্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ মনিরুজ্জামান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে মদ সেবনের অপরাধে হবিগঞ্জের বানিয়াচংয়ের মৃত চান মিয়ার ছেলে মোঃ ইসমাইল (৫০) কে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ২৫ ধারায়’ ৬ মাসের জেল ও ১শ টাকা জরিমানা করা হয়। এছাড়া মাদক সেবন করে নেশাগ্রস্ত হয়ে জনসাধারণের শান্তি নষ্ট করার অপরাধে ফেনী সদরের কুরুচিয়ার মৃত তাজুল ইসলামের ছেলে মোঃ নিজাম উদ্দিন (৪৪) ও যাত্রাসিদ্ধি গ্রামের আব্দুল হকের ছেলে মোঃ কামাল উদ্দিনকে (৫০) একই আইনের ৩৬(৫) ধারায় উভয়কে ১ মাসের জেল ও ১শ টাকা করে জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর পরিদর্শক অমর কুমার সেন উপস্থিত ছিলেন।