করোনাভাইরাস পরিস্থিতিতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শহরের ট্রাংক রোড, রাজাঝির দিঘির পাড়, মিজান রোড এলাকায় অভিযান চালিয়ে ১৪ মামলায় ৩ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়েছে।\
আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা আক্তার বিথী।
তিনি জানান, স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৪ জন ব্যাক্তিকে এই জরিমানা করা হয়েছে। এইছাড়াও করোনা মহামারী মোকাবেলায় মাস্ক পরিধান করতে জনগনকে সচেতন করা হয়েছে।