২ ডিসেম্বর ২০১৯ ।। শহর প্রতিনিধি ।।
ফেনীতে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ভূঞা ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড ট্যুর সীলগালা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের ট্রাংক রোডে জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও ভ্রাম্যমান আদালতের বিচারক রাজীব দাশ পুরকায়স্থ এ অভিযান পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ট্রাংক রোডের বড় মসজিদের পাশে সাইকা হেলথ কেয়ারের ৪র্থ তলায় ভূঞা ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড ট্যুরে অভিযান চালান ভ্রাম্যমান আদালত। এসময় লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় এবং মানুষের সাথে প্রতারণার অভিযোগে ট্রাভেল এজেন্সিটি সীলগালা করা হয়। একইসাথে লাইসেন্স না থাকায় ফেনী প্লাজার পাশে ছনুয়া ট্রাভেল কে ৩০ হাজার টাকা ও হাজী ট্রাভেলস এন্ড ট্যুরের ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক রাজীব দাশ পুরকায়স্থ।
অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।