মেয়াদোত্তীর্ণ ও মূল্য তালিকা না থাকায় ফেনীতে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনী।
ফেনী কার্যালয়ে কর্তব্যরত সহকারি পরিচালক সোহেল চাকমা জানান, আজ সোমবার (৫ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে ফেনী সদর হাসপাতাল মোড়ে জসিম স্টোরকে এ জরিমানা করা হয়েছে।
সোহেল চাকমা জানান, অভিযানে একই এলাকায় কয়েকটি ফার্মেসী তদারকি করা হয় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি না করা, এমআরপি থেকে বেশি মূল্যে ওষুধ ও বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিকসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
তিনি জানান, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।