১৪ বছর পর ফেনীতে মাদক মামলায় মফজল হক (২৯) নামে এক আসামীর ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত। একইসাথে তাকে ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ফেনীর বিশেষ ট্রাইব্যুনাল-৪ এর বিচারক অসীম কুমার দে এ রায় প্রদান করেন।
আদলতের বেঞ্চ সহকারি আলতাফ হোসেন জানান, রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। তিনি জামিন পাবার পর থেকে পলাতক রয়েছেন। তিনি আরও জানান, গত ২০০৭ সালের ২৫ জানুয়ারি ২০ পুরিয়া হেরোইনসহ শহরের কলেজ রোড এলাকা হতে পরশুরামের বাউরখুমা এলাকার নুর আহম্মদের ছেলে মফজল হককে গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় ফেনী মডেল থানায় মাদক আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাহবুব হাসান মফজলকে অভিযুক্ত করে একই বছরের ৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত অভিযোগপত্রটি আমলে নিয়ে একই বছরের ১৫ মে তার বিরুদ্ধে চার্জ গঠন করে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। এ মামলায় ৯জন স্বাক্ষীর মধ্যে ৪ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। গতকাল রায় ঘোষণা করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি এনামুল করিম খোন্দকার।