২৭ নভেম্বর, ২০১৯ ।। ফেনী ডেস্ক ।।


ফেনীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত হত্যা মামলার পেপারবুক আগামী বছরের ৩১ জানুয়ারির মধ্যে তৈরি হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।


বুধবার (২৭ নভেম্বর) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে হলি আর্টিজান মামলার রায় ঘোষণার পর সচিবালয়ে সাংবাদিকদের প্রতিক্রিয়া জানানোর সময় আইনমন্ত্রী এ কথা বলেন।


তিনি বলেন, নুসরাত হত্যা মামলার পেপারবুক আগামী বছরের ৩১ জানুয়ারির মধ্যে তৈরি হয়ে যাবে। আমরা আগামী বছর এই মামলার শুনানি হাইকোর্টে শেষ করতে পারবো বলে আমার বিশ্বাস।


ডেথ রেফারেন্সের ক্ষেত্রে পেপারবুক তৈরির দায়িত্ব সরকারের জানিয়ে আইনমন্ত্রী বলেন, সেজন্য আমরা বলতে পারি কবে পেপারবুক তৈরি হবে। তবে বিচারিককাজে আমি কোনো ইন্টারফেয়ার করছি না।


নিজ মাদরাসায় আগুন দেওয়ার পর গত ১৬ এপ্রিল ঢাকায় মৃত্যু হয় নুসরাতের। এই মামলায় ১৬ জনকে ফাঁসির রায় দিয়েছেন আদালত।