ফেনীর ছাগলনাইয়া ও সোনাগাজীতে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে ছাগলনাইয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের।
তিনি জানান, বিএসটিআই এর লাইসেন্স ব্যতীত বিস্কুট উৎপাদন করায় বাগদাদ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীকে ৩০ হাজার টাকা, আরমান ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা মজুমদার ফিলিং স্টেশনকে তেলে পরিমাপে কম দেয়ায় ৩৫ হাজার টাকাসহ মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের আরও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) হোমাইরা ইসলাম, বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) মোঃ আশিকুজ্জামান ও প্রকৌঃ মোঃ জিল্লুর রহমান পরিদর্শক (মেট)।
একইদিন সোনাগাজী উপজেলা প্রশাসন পরিচালিত অভিযানে বক্তারমুন্সী বিসমিল্লাহ বেকারীকে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।