অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ ও ব্যবহারের দায়ে ফেনীতে ২ ভবনের মালিককে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ রবিবার (৬ ডিসেম্বর) দুপুরে ফেনী পৌরসভার বারাহীপুরে নাজির রোডে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান। এসময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ কর্মকর্তারা সাথে ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানে ওই রোডে অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করে ১০টি চুলা ব্যবহার করায় শামসুল আলম নামের এক ভবন মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে ২টি চুলার অনুমোদন নিয়ে ১০টি চুলা ব্যবহার করায় রহমান ম্যানসন নামে এক ভবনের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে বাখরাবাদের ফেনী এরিয়া ম্যানেজার সাহাব উদ্দিনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।