মূল্য তালিকা না থাকায় ফেনীতে ৪ প্রতিষ্ঠানের ৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ফেনী সদরের আল-কেমী হাসপাতাল সংলগ্ন কেরামত আলী সড়কে অধিদপ্তরের ফেনীর সহকারি পরিচালক সোহেল চাকমা এ অভিযান চালান।
সোহেল চাকমা জানান, অভিযানে মূল্য তালিকা না থাকায় ওই সড়কের নিজাম হোটেলকে ২ হাজার টাকা, ভূঞা হোটেলকে ১ হাজার টাকা, সালমা ডিপার্টমেন্টাল স্টোরকে ২ হাজার ও মাষ্টার স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারি পরিচালক।