ফেনীতে অনুমোদনহীনভাবে ঔষধ উৎপাদন করার অপরাধে বেঙ্গল ইউনানি নামক একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে শহরের তাকিয়া রোডে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানে ড্রাগ লাইসেন্স ছাড়া ঔষধ কোম্পানী পরিচালনা করা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ঔষধ উৎপাদন ও কাঁচামাল হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে নষ্ট রাসায়নিক সংরক্ষণের অপরাধে সংশ্লিষ্ট আইনানুসারে বেঙ্গল ইউনানীর মালিক মাহমুদ হাসান ইকবালকে এ জরিমানা করা হয়।
তিনি জানান, একই অভিযানে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক না পরায় ৫ ব্যক্তির মোট ৫৫০টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে ঔষধ প্রশাসন ফেনীর সহকারী পরিচালক শেখ আহসানউল্লাহসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।