ফেনীতে স্বাস্থ্যবিধি না মানায় ১২ জন পথচারীর জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টা হতে বিকাল ৩টা পর্যন্ত সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, শহরের ট্রাংক রোড হতে মহিপাল পর্যন্ত ৪ ঘন্টাব্যাপী এ অভিযান চালানো হয়। অভিযানে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক না পরায় ১২জন পথচারীর ১ হাজার ৩শ ৫০ টাকা জরিমানা করা হয়। একই অভিযানে অবৈধভাবে ফুটপাত দখল করায় তিন ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোঃ ফখরুল ইসলাম জানান, শহরের ট্রাংক রোডে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে আজ অভিযানের তৃতীয় দিন চলছে। এর আগে গত দুইদিন অভিযান চালিয়ে ১৯ টি প্রতিষ্ঠানের ৩২ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। তিনি জানান, এ অভিযান অব্যাহতভাবে চলবে।
অভিযানে বেঞ্চ সহকারি প্রদীপ চন্দ্র দাসসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।