ফেনীতে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে ৪ মাদকসেবীর কারাদন্ড প্রদান করা হয়েছে। আজ বুধবার (১৮ নভেম্বর) বিকাল ৪টার দিকে শহরের কলেজ রোডে অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম আবদুল্লাহ আল মামুন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ওই রোডের আপ্যায়ন আফরোজ টাওয়ার সংলগ্ন এলাকা হতে গাঁজা সেবন করে জন বিরক্তির উদ্রেক করায় ৪ জনকে আটক করা হয়েছিল। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে তাদের মধ্যে ২ জনকে ৭ দিন, একজনকে ১৫ ও অপরজনকে ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া তাদের প্রত্যেককে ১শ টাকা করে জরিমানা করা হয়েছে।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ফেনীর সদস্যরা অংশ নেন।