সরকার নির্ধারিত দামে আলু না বিক্রি করায় ও মূল্য তালিকা হালনাগাদ না থাকায় ফেনীতে ৪ প্রতিষ্ঠানের ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) অধিদপ্তরের ফেনীর সহকারি পরিচালক সোহেল চাকমা এ জরিমানা করেন।
সোহেল চাকমা জানান, আলুর মূল্য তদারকিতে আজ শহরের দাউদপুল সবজি আড়তে অভিযান চালানো হয়। অভিযানে মূল্য তালিকা হালনাগাদ না থাকায় ও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় মেসার্স পলাশ ট্রেডার্স, মেসার্স সাহাবউদ্দিন ও আলমগীর ট্রেডার্স নামীয় ৩টি প্রতিষ্ঠানের ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সরকারি নির্দেশনা মেনে চলতে প্রচারণা চালানো হয়। এরপর কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে জসিম হোটেলে মূল্য তালিকা না থাকায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা বাজার কর্মকর্তা হারুন অর রশীদসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।