অনুমোদন ছাড়া কার্যক্রম চালানোর অপরাধে ফেনী সদরের ফাজিলপুরে দুই করাতকল মালিকের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২১ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান এ জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানে লাইসেন্স ছাড়া কার্যক্রম পরিচালনার অপরাধে করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ অনুযায়ী কসকা বাজারের করাতকল মালিক সাইফুল আলমকে ২ হাজার টাকা ও ফাজিলপুরের করাতকল মালিক মোরশেদ আলমকে ৩ হাজার ৫শ টাকা করে মোট ৫ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
অভিযানে বনবিভাগের ফেনী সদরের রেঞ্জ কর্মকর্তা তপন কুমার দেবনাথসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।