করোনাভাইরাস বিস্তার রোধে সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি অমান্য করায় ৮ জনের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের দোয়েল চত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান এ জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানে মাস্ক পরিধান না করায় ও সরকারি নির্দেশনা অমান্য করায় ৮জনের মোট ১ হাজার ৪শ টাকা জরিমানা করা হয়। এসময় স্বাস্থ্যবিধি মেনে চলতে পথচারীদের সতর্ক করেন মোঃ মনিরুজ্জামান।
অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।