মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ফেনীতে ২ প্রতিষ্ঠানের ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সদরের রাণীর হাট বাজার ও সদর হাসপাতাল মোড়ে অভিযান চালিয়ে অধিদপ্তরের ফেনীর সহকারি পরিচালক সোহেল চাকমা এসব জরিমানা করেন।
সহকারি পরিচালক জানান, অভিযানে মূল্য তালিকা না থাকায় রানীর হাট বাজারের জাকিয়া মিষ্টিমেলার ৩ হাজার ও সদর হাসপাতাল মোড়ের নিউ অবকাশ হোটেলের ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নিউ অবকাশ হোটেল থেকে বাসি খাবার জব্দ করে ধ্বংস করা হয়। তাছাড়া রানীরহাট বাজারে ফার্মেসী ও মুদি দোকান পরিদর্শন করা হয় কিন্তু তেমন অনিয়ম পাওয়া যায়নি বলে জানান তিনি।
এসময় প্রতিষ্ঠানগুলোকে নিয়মানুযায়ী ব্যবসা পরিচালনা করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। সোহেল চাকমা জানান, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।