মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ফেনীতে তিন প্রতিষ্ঠানের ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (৩১ আগস্ট) দুপুরে সদরের ফেনী সদরের পাঁচগাছিয়া বাজার ও তেমুহনীতে অভিযান চালিয়ে অধিদপ্তরের ফেনীর সহকারি পরিচালক সোহেল চাকমা এসব জরিমানা করেন।
সহকারি পরিচালক জানান, অভিযানে বাজারের ৩টি মুদি দোকানে মূল্য তালিকা না থাকায় মোট ৮ হাজার টাকার জরিমানা করা হয়েছে। এসময় প্রতিষ্ঠানগুলোকে নিয়মানুযায়ী ব্যবসা পরিচালনা করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানান সোহেল চাকমা। তিনি জানান, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।