ফেনীর দাগনভূঞা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (২৫ আগস্ট) দুপুরে দাগনভূঞা ও তুলাতুলী বাজারে পৃথক অভিযান চালিয়ে অধিদপ্তরের ফেনীর সহকারি পরিচালক সোহেল চাকমা এসব জরিমানা করেন।
সহকারি পরিচালক জানান, দাগনভূঞায় আতার্তুক স্কুল মার্কেটে স্টার লাইন সুইটস শোরুম হতে কেনা রসমালাইয়ের মোড়কে উৎপাদনের তারিখ না থাকায় অভিযোগ করেন একজন ভোক্তা। সেই অভিযোগের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালালে এর সত্যতা মেলে। তাই প্রতিষ্ঠানটির ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মূল্য তালিকা না থাকায় বাজারের মধুমালা সুইটস ও তুলাতুলী বাজারে জহির স্টোরের ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে মধুমালা সুইটস থেকে ১০ পিস বাসি বার্গার এবং জহির স্টোর থেকে ২ বস্তা মেয়াদোত্তীর্ণ আচার জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
এসময় প্রতিষ্ঠানগুলোকে নিয়মানুযায়ী ব্যবসা পরিচালনা করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানান সোহেল চাকমা। তিনি জানান, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল কুদ্দুসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।