মিসব্র্যান্ডেড, বিনামূল্যের সরকারি ঔষধ বিক্রয় এবং ড্রাগ লাইসেন্স না থাকায় ফেনীতে চার ফার্মেসীকে ২৭ হাজার টাকা জরিমানা এবং একটি দোকান সিলগালা করেছে ফেনী জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালত।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান এ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক সালমা সিদ্দিকা এবং জেলা পুলিশ বিভাগের সদস্যবৃন্দ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান জানান, শহরের বাঁশপাড়া ঔষধ মার্কেটে খুরশিদা মেডিকেল হল নামে একটি প্রতিষ্ঠানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিনামূল্যের ঔষধ অবৈধভাবে রাখায় মোবাইল কোর্ট আইন ২০০৯, ১২ এর ২ ধারায় সিলগালা করা হয়। একইসাথে মিসব্র্যান্ডেড ঔষধ পাওয়ায় উভয় অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই মার্কেটের হিকমাহ ইউনানী মেডিসিন সেলস লিঃ এবং রাহাত মেডিসিন শপকে ড্রাগ লাইসেন্স না থাকায় ৭ হাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মহিপাল সার্জিক্যাল নামে একটি প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।