ভার্চুয়াল আদালত বন্ধ করে আগামী এক সাপ্তাহের মধ্যে আদালতের স্বাভাবিক কার্যক্রম খুলে দেয়ার দাবী জানিয়েছেন ফেনীর আইনজীবীরা। অন্যথায় সকল আইনজীবী আদালত বর্জনের কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন।
আজ সোমবার ( ৬ জুলাই) সকাল ১১টায় জেলা ও দায়রা জজ আদালত ভবনের মূল ফটকে ভার্চুয়াল কোর্ট বন্ধে আহুত মানববন্ধন হতে এ দাবী জানান তারা। এসময় আইনজীবীরা দাবী আদায়ে বিক্ষোভ করেন।
ফেনী বারের সাবেক সভাপতি এডভোকেট ফরিদ হাজারীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি সাহাবউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক পার্থ পাল, সাবেক সভাপতি জাহিদ হোসেন খসরু, সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর চৌধুরী, এডভোকেট নুর হোসেন, এডভোকেট শাহজাহান সাজু প্রমূখ।
আন্দোলন প্রসঙ্গে এডভোকেট শাহজাহান সাজু বলেন, ভার্চুয়াল নয় আমরা একচুয়াল কোট চাই। সামাজিক দুরত্ব নিশ্চিত ও স্বাস্থ্যবিধি মেনে আমরা কার্যক্রম শুরু করতে চাই। একটি মামলা পরিচালনা করতে অনেকগুলো ধাপ ও পন্থা থাকে যা ভার্চুয়ালে যথাযথভাবে সম্ভব হয় না। এ পরিস্থিতিতে একচুয়াল আদালতে ফিরে যাওয়ার বিকল্প নেই।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পার্থ পাল বলেন, কল ড্রপ, লো ব্যান্ডউইথসহ নানাবিধ সমস্যার কারনে ভার্চুয়াল আদালতে কাজ বিঘ্নিত হয়। তাছাড়া সকল আইনজীবী প্রযুক্তি ভালো বোঝেন না। স্ক্যানার, কম্পিউটার ইত্যাদি সবার কাছে নেই। দোকানে সামাজিক দুরত্ব নিশ্চিত করে কম্পিউটার ব্যবহার সম্ভব নয়। এছাড়াও যুক্তিতর্ক ভার্চুয়াল পদ্ধতিতে যথাযথভাবে সম্ভব হয় না। তাই আদালত খুলে দিতে আমরা দাবী জানাচ্ছি।