সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ গ্রহন করেছেন ফেনীর মেয়ে কাজী জিনাত হক। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সোমবার (২১ অক্টোবর) সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রব্বানী। এ সময় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
রবিবার তিনি কাজী জিনাত হক সহ নতুন ৯ অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি ম. আবদুল হামিদ। এর আগে তিনি দুই মেয়াদে সুপ্রীম কোর্টের ডেপুটি এ্যার্টনী জেনারেল ও সহকারী এ্যার্টনী জেনারেল এর দায়িত্ব পালন করেন।
কাজী জিনাত হক একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কাজী এবাদুল হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. শরীফা খাতুনের কনিষ্ঠ কন্যা। তাদের গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বালিগাঁও গ্রামে।
নবনিযুক্ত অন্যান্য বিচারপতিরা হলেন- জেলা ও দায়রা জজ হিসেবে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা মুহম্মদ মাহবুব-উল ইসলাম, শাহেদ নুরউদ্দিন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. জাকির হোসেন, ঢাকার পঞ্চম বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান, সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদ হাসান তালুকদার মিন্টু ও এ কে এম জহিরুল হক, ডেপুটি অ্যার্টনি জেনারেল কাজী ইবাদত হোসেন, কে এম জাহিদ সারওয়ার কাজল।