জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষায় ফেনী ল’ কলেজ হতে প্রথম স্থান অর্জন করেছেন রাজিয়া সুলতানা। তিনি ফেনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলুর স্ত্রী।
বৃহস্পতিবার (৪ জুন) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে এ ফলাফল ঘোষণা করা হয়।
সূত্র জানায়, ২০১৮ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষায় ফেনী ল’ কলেজ হতে অংশ নেয়া ৬২ জন শিক্ষার্থীর মধ্যে ৫৭জন পাশ করেছে। এর মধ্যে ৩৮জন দ্বিতীয় শ্রেণী ও ১৯ জন শ্রেনী তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়, ১জন অনুত্তীর্ণ হন, ৪জন অনুপস্থিত ছিলেন। এদের মধ্যে দ্বিতীয় শ্রেণীতে সর্বোচ্চ ৪১৯ নম্বর পেয়ে প্রথম হয়েছেন রাজিয়া সুলতানা।
ভবিষ্যতে এলএলএম সম্পূর্ণ করে আইন পেশায় যুক্ত হয়ে দেশের মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চান রাজিয়া সুলতানা। এছাড়া এ ফলাফলের জন্য কলেজের শিক্ষকদের আন্তরিকত কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের জননী। ভবিষ্যত জীবনের জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।