করোনাভাইরাস সংক্রমণ রোধে জারিকৃত নির্দেশনা অমান্য করে সন্ধ্যা ৬টার পর মুদি দোকান ও হোটেল খোলা রাখায় ৬জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ এসব জরিমানা করেন।
তিনি জানান, আজ সন্ধ্যা ৭টা হতে রাত ৯টা পর্যন্ত ফেনী শহরের রামপুর ও শাহীন একাডেমী রোডে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। অভিযানে করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের জারিকৃত নির্দেশনা অমান্য করায় ৬জন দোকানীর ২ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ভবিষ্যতে নির্দেশনা মেনে চলতে তাদের মোখিকভাবে সতর্ক করা হয়।
অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।