ফেনীতে পৃথক অভিযানে সরকারি নির্দেশনা না মানায় ও মূল্য তালিকা না থাকায় ৮ ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে ছাগলনাইয়ার জমাদ্দার বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি নাহিদা আক্তার তানিয়া। অভিযানে সরকারি নির্দেশনা না মানায় ও সামাজিক দূরত্ব বজায় না রাখায় ৬জন ব্যবসায়ীর ৬ হাজার ৭শ টাকা জরিমানা করেন তিনি। এসময় গণজমায়েত করে আড্ডা না দেওয়ার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে জনসাধারণকে সচেতন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অপরদিকে আজ দুপুরে রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে ফেনীর মহিপাল ফল আড়তে অভিযান চালায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এসময় মূল্য তালিকা না থাকায় ২ ফল ব্যবসায়ীর ৬ হাজার টাকা জরিমানা করেন অধিদপ্তরের ফেনীর সহকারি পরিচালক সোহেল চাকমা। দব্যমূল্য নিয়ন্ত্রণে অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক।
অভিযানে সহায়তা করেন ফেনী চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক আবুল কাসেম এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।