করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের জারিকৃত নির্দেশনা না মানায় ফেনীতে ৩ চালকের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ রবিবার (৫ এপ্রিল) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়তি রাণী কৈরি ও এন এম আবদুল্লাহ আল মামুন এ অভিযান পরিচালনা করেন।


নিয়তি রাণী কৈরি জানান, সরকারি নির্দেশনা মানছেনা চালকেরা এ খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল, চাড়িপুর বিসিক মোড়, মোহাম্মদ আলী বাজার, লালপোলে অভিযান চালানো হয়। এসময় সরকারি আদেশ অমান্য করে গাদাগাদি করে যাত্রী পরিবহন করায় জামাল উদ্দিন, মোঃ ওয়াসিম ও আইয়ুব নবী নামে তিন মাইক্রোবাস চালককে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।


তিনি জানান, অপর অভিযানে, শহরের ট্রাংক রোডসহ বিভিন্ন স্থানে যানবাহন চালক, পথচারী ও জনসাধারণকে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও সরকারি নির্দেশনা মানতে সতর্ক ও সচেতন করে ভ্রাম্যমান আদালত।


করোনাভাইরাস সংক্রমণ রোধে ও সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।


অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।