৪ নভেম্বর, ২০১৯

সদর প্রতিনিধিঃ

ফেনী সদরের ফাজিলপুর ইউনিয়নের মধ্যম রাজনগরে ইয়াবা বহনের দায়ে নুর আলমগীর সোহাগ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীর ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৪ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমান আদালতের মাদক বিরোধী অভিযানে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা দাশ কারাদন্ড প্রদান করেন।


সোমবার (৪ নভেম্বর) দুপুরে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মৌমিতা দাশ মাদক বিরোধী অভিযানে বের হয়। অভিযানে ফাজিলপুর ইউনিয়নের মধ্যম রাজনগরে ইয়াবা বহনের সময় আলমগীর সোহাগ (৪৫) কে ৫০ গ্রাম ইয়াবা সহ হাতে নাতে আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতের বিচারক মৌমিতা দাশ তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অনুসারে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।