ফেনীতে ৫ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে শহরে শহীদ মিনার এলাকায় হতে তাদের আটক করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান তাদের কারাদন্ড প্রদান করেন ।

মো. মনিরুজ্জামান জানান, মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে ৫ জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে।


এর মধ্যে সোনাগাজীর সিরাতুন্নবী ওমর ও বাগেরহাট শুক্কুর তালুকদারকে গাঁজা সেবনের অপরাধে ৩ মাসের কারাদন্ড এবং প্রত্যেককে ১শ টাকা করে জরিমানা করা হয়। অপর তিনজন লক্ষীপুরের রামগতির জমির আলী, ফেনীর দক্ষিণ বিরিঞ্চির আবু তাহের ও পাঁচগাছিয়ার তাজুল ইসলামকে ১ মাস করে কারাদন্ড ও প্রত্যেকের ১শ টাকা করে জরিমানা করা হয়।

এসময় ট্রাংক রোডে পথচারীদের মাঝে মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধিতেও প্রচারণা করেন অভিযান পরিচালনাকারীরা।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ফেনী’র সহকারী পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ, পরিদর্শক অমর কুমার সেন এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।