ফেনীতে পৃথক অভিযানে দুইটি প্রতিষ্ঠানের ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার (৪ মার্চ) বিকাল হতে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান এ অভিযানগুলো পরিচালনা করেন।
মোঃ মনিরুজ্জামান জানান, আজ শহরে পৃথক তিনটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শুরুতে শহরের পোস্ট অফিস রোডস্থ তমিজিয়া মসজিদের সামনে হকার উচ্ছেদ করে ভ্রাম্যমান আদালত। এরপর শহরের ইসলামপুর রোডে আশ্রাফ মার্কেটের দোতলায় দুলাল তাল মিছরির কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই তাল মিছরি তৈরি করার অপরাধে প্রতিষ্ঠানটির ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সেখান হতে মহিপালের রাজু হোটেলে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত করায় ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ভ্রাম্যমান আদালত নিয়মিত অভিযান পরিচালনা করে যাবে।
অভিযানে ফেনী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিকসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।