জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামানের সাথে শুভেচ্ছা বিনিময় করেছে ফেনী কালেক্টরেট কর্মচারী ক্লাবের ২০২০ সালের কার্যকরী কমিটির নব নির্বাচিত সদস্যরা। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সাক্ষাতকালে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তারা। এসময় জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান নব নির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


নব নির্বাচিত কমিটির সভাপতি মুহঃ জাইনুল আবদীন জানান, জেলা প্রশাসকের পৃষ্ঠপোষকতায় বর্তমানে ক্লাবে বিভিন্ন দপ্তরের ১২০জন কর্মচারী সদস্য হিসেবে আছেন। কার্যকরি কমিটিতে রয়েছেন ৩২জন সদস্য। তিনি জানান, জেলা প্রশাসকের সাথে আলোচনা করে খুব শ্রীঘ্রই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে।


নির্বাচিত কমিটির সহ সভাপতি একরাম হোসেন পাটোয়ারী জানান, বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয়, সদর উপজেলা ভূমি অফিস ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারীরা ক্লাবে সদস্য হিসেবে রয়েছেন। ক্রমান্বয়ে জেলার অন্যান্য দপ্তরের কর্মচারীদেরও ক্লাবে অন্তর্ভূক্তির বিষয়টি দ্রুততরভাবে সম্পন্ন করা হবে।

শুভেচ্ছা বিনিময়কালে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পিকেএম এনামুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমনী আক্তার ও প্রধান নির্বাচন কমিশনার হারাধন চক্রবর্তী উপস্থিত ছিলেন।


এর আগে গত সোমবার বিকালে ফেনী কালেক্টরেট কর্মচারী ক্লাব ২০২০ কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি পদে জাইনুল আবদীন ও সাধারণ সম্পাদক পদে কামাল উদ্দিন চৌধুরী নির্বাচিত হন।


৩২ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ সাইফুল ইসলাম, মোঃ ফয়েজ আহমদ, মোঃ জাহিদুল আলম মজুমদার, নারায়ণ চন্দ্র দাস, মোঃ মনছুর আলম, মোঃ সাহাব উদ্দিন, একরার হোসেন পাটোয়ারী ও মোঃ সুরুজ মিয়া নির্বাচিত হয়েছেন।


কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা ও মোঃ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক রুপম চন্দ্র পাল, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম হাজারী, দপ্তর সম্পাদক শেখ কামাল উদ্দিন, সহ দফতর-সম্পাদক আতিক উল্লাহ, অর্থ সম্পাদক মাহফুজুর রহমান, সাহিত্য সম্পাদক নয়ন কান্তি রক্ষিত, সহ সাহিত্য সম্পাদক মোঃ নাসির উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ জহির আহমেদ, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ইউসুফ, সমাজ কল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ সমাজ কল্যাণ সম্পাদক নাসির উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদ পারভেজ, ধর্ম বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন মিয়া।


এছাড়া কার্যকরী কমিটির সদস্য পদে নার্গিস সুলতানা, পলাশ চন্দ্র দাস, মোহাম্মদ আবু ইউসুফ খোন্দকার, মোঃ ইব্রাহিম, আবুল কালাম আজাদ, আলাউদ্দিন ও মিহির চন্দ্র দেবনাথ নির্বাচিত হন।